• সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ফুলবাড়ীতে চারটি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার তিন সৈয়দপুর থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বিষ্ণু মূর্তিসহ একজন গ্রেপ্তার টয়লেটে ৬ ঘন্টা আটকা প্রথম শ্রেণির শিক্ষার্থী প্রার্থীর কর্মী-সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: ইসি হাবিব কিশোরগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত ফুলবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কারাগারে সৈয়দপুরে জীবন্ত প্রাণি দিয়ে প্রচারণার দায়ে চেয়ারম্যান প্রার্থীর অর্থদন্ড  চীনা ফাস্ট ফ্যাশন ব্র্যান্ড শি-ইনের আগ্রাসী বাজার কৌশল, পোশাক রপ্তানি খাতে উদ্বেগ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারে সৈয়দপুরে এলেন জাপান প্রবাসী

চট্টগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর: চট্টগ্রামের রাউজান উপজেলার ঊনসত্তর পাড়ায় গণপিটুনিতে মোক্তার হোসেন ও সাইফুল ইসলাম নামে দুই চোর নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে গৌরীশংকর হাট এলাকার সিরাজ কলোনিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাহাড়তলী ইউনিয়নের খান পাড়ার কালু মিয়ার ছেলে মোক্তার ও একই এলাকার হামদু মিয়ার ছেলে সাইফুল। নিহতদের বয়স আনুমানিক ২০- ২৫ বছর।

পাহাড়তলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, ঊনসত্তর পাড়ার সিরাজ কলোনির একটি বাড়িতে ভোরে ডাকাতরা হানা দেয়। বাড়ির দরজা ভাঙার সময় মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া দেয়।

চেয়ারম্যান রোকন উদ্দিন আরো বলেন, মোক্তার কিছুদিন আগে একটি মামলায় সাজা খেটে জেল থেকে ছাড়া পেয়েছেন। তাদের দুজনের বিরুদ্ধেই এলাকায় চুরি-ডাকাতির অভিযোগ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ।

তিনি জানান, শুক্রবার ভোরে সিরাজ কলোনির একটি বাড়িতে চুরি করতে ঢুকেছিল দুই চোর। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী ঘরের চারপাশ ঘিরে ফেলে। এরই মধ্যে চোরেরা বাড়ির মালিককে অস্ত্র তাক করে বসে। বাইরে থেকে জনগণ বিষয়টি বুঝতে পেরে কৌশলে ঘরে ঢুকে দুই চোরকে ধরে ফেলে। পরে বাইরে বের করে তাদের গণপিটুনি দেয়া হয়। এতে তাদের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ