• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন |

ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপরে

সিসি নিউজ, ১১ সেপ্টেম্বর: ভারী বর্ষন ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আরো বৃদ্ধি পেয়ে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে বিপদসীমা ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সোমবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিপদসীমার (৫২ দশমিক ৬০ মিটার) ২০ সেন্টিমিটার (৫২ দশমিক ৮০ মিটার) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী।
উজানে ঢলে ভাবি বর্ষনে তিস্তা নদীর এই ভয়াবহ বন্যায় নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চড়খড়িবাড়ি এলাকায় সেচ্ছাশ্রমে নির্মিত বালির বাঁধটি হুমকির মুখে পড়েছে। বাঁধটি একটি অংশে ভাঙ্গন দেখা দিয়েছে।
খাঁলিশাচাঁপানী ইউনিয়নের ছোটখাতা, বানপাড়া ও বাঁইশপুকুর চর এলাকায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। একই অবস্থা ঝুঁনাগাছচাঁপানী ইউনিয়নের ছাতুনামা ফরেস্টের চর। পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিঙ্গের চরের বসত ভিটায় বন্যার পানি বইছে। বন্যা কবলিত মানুষজন গোবদিপশু ও আসবাবপত্র সহ তিস্তা নদীর ডান তীর বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

অপরদিকে জেলার জলঢাকা উপজেলার ডাইয়াবাড়ি, গোলমুন্ডা, শৈলমারী, কৈমারী ইউনিয়নের চরবেষ্টিত গ্রামগুলোতে বন্যার পানি প্রবেশ করেছে বলে জানা গেছে।

উল্রেখ‌্য যে, সোমবার রাত ৯টায় এই পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার (৫২ দশমিক ৭৫ মিটার) উপর প্রবাহিত হচ্ছিল। যা রাত ১১টায় আরো ৫ সেন্টিমিটার বৃদ্ধি পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ