• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন |

উড়ন্ত বিমানের দরজা খোলার চেষ্টা করলেন যাত্রী!

আন্তর্জাতিক ডেস্ক, ২৬ সেপ্টেম্বর: ভারতের মধ্য আকাশে প্রথমবার বিমান ভ্রমণে আসাযাত্রীর ভুলে বিমানে ঘটলো বিপত্তি।বিমানের এক যাত্রী সম্ভবত শৌচাগারে যাওয়ার জন্যে ভুল করে বের হওয়ার দরজা খোলার চেষ্টাকরতে গিয়ে এ আতঙ্ক তৈরি কর।এয়ারলাইন ও সংবাদমাধ্যমের খবরে এ কথা বলা হয়। খবর এএফপি’র।
তবে কেবিনে বাতাসের তীব্র চাপের কারণে  শেষ পর্যন্ত যাত্রীটি দরজা খুলতে পারেনি। ফলে বড় বিপত্তি থেকে রক্ষা পান যাত্রীরা।ওই ব্যক্তি শনিবার গোএয়ারের ফ্লাইটে নয়াদিল্লী থেকে পাটনা যাচ্ছিল বিমান যখন মধ্য আকাশেতখন তিনি বহির্গমনের দরজা খোলার চেষ্টা করেন।এ সময় অপর এক যাত্রী দ্রুত এলার্ম বাজালেবিমান ক্রুরা এসে তাকে আটক করে।
ওই যাত্রীর বয়স ২০ বছর। এটি তার প্রথম বিমান ভ্রমণ।বিমান বন্দরের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে কোলকাতার টেলিগ্রাফ পত্রিকা জানায়, যখন অন্য যাত্রীরাতার কাছে জানতে চায় যে সে কি করছে? জবাবে ওই যাত্রী জানান, শৌচাগারে যেতে তার তাড়ারয়েছে। তিনি তখন দ্রুত বহির্গমনের দরজা খোলার চেষ্টা করেন।ওই কর্মকর্তা আরো বলেন, জীবনে প্রথমবারের মতো বিমান ভ্রমণের কারণে এই বিপত্তি ঘটে।গো এয়ার জানায়, বিমানটি নিরাপদে গন্তব্যে পৌঁছার পর ওই যাত্রীকে আরো তদন্তের জন্যেকর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ