• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫২ অপরাহ্ন |

বাবরসহ ২০ জনের মৃত্যুদণ্ড, তারেকের যাবজ্জীবন

সিসিনিউজ, ২১ আগস্ট: গ্রেনেড হামলা মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় মোট ৩৭ জনের সাজা হলো।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন বুধবার এ রায় ঘোষণা করেন।

এর আগে ১১টার দিকে ৩১ আসামিকে আদালতে তোলা হয়। এরপর রায় পড়া শুরু করেন বিচারক।

রায় ঘোষণার সময় লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ৩১ আসামি আদালতে হাজির ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও সাবেক এমপি মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ এ মামলার ১৮ আসামি পলাতক।

এর আগে পুলিশি পাহারায় সকাল ১০টা ২০ মিনিটে বিচারক শাহেদ নূর উদ্দিন নাজিমুদ্দিন রোডের বিশেষ ট্রাইব্যুনালে উপস্থিত হন। আদালতে এসে তিনি প্রথমে খাস কামরায় যায়। কিছুক্ষণ পর তিনি এজলাসে উঠেন।

সকাল সাড়ে ৮টার দিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের বিশেষ নিরাপত্তায় আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নেয়া হয়।

 

বিবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ