• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন |

সব বোর্ড পরীক্ষায় একই রেজিস্ট্রেশন নম্বর

সিসি ডেস্ক, ১১ অক্টোবর: এক শিক্ষার্থীর একটিই মাত্র রেজিস্ট্রেশন নম্বর থাকবে। পিইসি থেকে এইচএসসি, সব বোর্ড পরীক্ষায় থাকবে একই নম্বর। আগামী বছর থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে স্কুল-কলেজে অনিয়ম কমবে।

একজন শিক্ষার্থীকে পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে রেজিষ্ট্রেশন করতে হয়। ফলে শিক্ষার্থীদের তথ্য বের করা অনেক জটিল হয়ে পড়ে।

এজন্য প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এক রেজিস্ট্রেশন নম্বরেই সকল কার্যক্রম চালাবে শিক্ষার্থীরা এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে সফটওয়ার তৈরির কাজ শুরু করেছে ব্যানবেইস। আগামী বছর থেকে সব পরীক্ষা, বৃত্তির টাকা, স্বাস্থ্যসেবা সবই আসবে একটি নম্বরের মাধ্যমে।

শিক্ষকদের তথ্যও রাখা হবে একটি সফটওয়ারে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এর কাজ করছে।

শিক্ষাবিদরা বলছেন, সফটওয়ারের মাধ্যমে সব কার্যক্রম চালালে জটিলতা কমবে। তবে কারিগরি ত্রুটির দিকে লক্ষ্য রাখার পরামর্শ তাদের।

জানুয়ারি থেকে দেশের সব শিক্ষার্থীকে এই রেজিস্ট্রেশন নম্বর দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ