• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন |

সৈয়দপুরে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা

।। এম কে আনোয়ার।। দিন দিন শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এর মধ্যে নিউমোনিয়া রোগীর সংখ্যাই বেশি। শ্বাষকষ্টে আক্রান্ত ভর্তি রোগীদের মধ্যে বয়স্করাই বেশি। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার সৈয়দপুরে সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ১’শ, ডায়রিয়ায় ৬৬ শিশু এবং শ্বাষকষ্টে ১০৫ জন রোগী চিকিৎসা নিয়েছে। এছাড়া বহিঃবিভাগ থেকে প্রতিদিন সৈয়দপুরসহ পার্শ্ববর্তী খানসামা, পার্বতীপুর, চিরিরবন্দরের শতাধিক শীতজনিত রোগী চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তারান্নুম আরা মুনমুন জানান, শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোগীদের বেশি সমস্যা হলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ