• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন |

দলের সিদ্ধান্তের বাইরে ভোটে দাঁড়ালেই বহিষ্কার: রাঙ্গা

সিসি ডেস্ক, ০৪ ডিসেম্বর।। মহাজোটের কাছে জাতীয় পার্টি ৫৪টি আসন চেয়েছে বলে জানিয়েছেন দলের নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। দুপুরে বনানী কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
রাঙ্গা জানান, দু-একদিনের মধ্যেই মহাজোটের ৩০০ আসন চূড়ান্ত হচ্ছে। এছাড়া, কোনো অভিযোগ নয়, শারীরিক অসুস্থতার কারণে মহসচিবের পদ থেকে রুহুল আমিন হাওলাদার স্বেচ্ছায় সরে গেছেন বলেও দাবি তার।
তবে মনোনয়ন বাণিজ্যের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তাকে বহিষ্কার করা হবে বলেও সর্তক করেন নতুন মহাসচিব। মনোনয়ন চূড়ান্তের পর হুসেইন মুহাম্মদ এরশাদ চিকিৎসার দেশের বাইরে যাচ্ছেন বলেও নিশ্চিত করেন রাঙ্গা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ