• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন |

সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ বীমা দাবির চেক হন্তান্তর

সিসি নিউজ, ০৪ ডিসেম্বর।। নীলফামারীর সৈয়দপুরে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড গণ- গ্রামীণ বীমা ডিভিশনের মেয়াদোত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। গত সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইউনিট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই চেক প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটড গণ-গ্রামীণ বীমা ডিভিশনের সৈয়দপুর উপজেলা গ্রাহক সমিতির সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান।
ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড গণ-গ্রামীণ বীমা ডিভিশনের সৈয়দপুর ইউনিটের ব্যবস্থাপক মো. নকিবুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড গণ-গ্রামীণ বীমা ডিভিশন সৈয়দপুর ইউনিটের হিসাব কর্মকর্তা মো. মাহমুদ আলম, সংগঠক মোছা. মমতাজ বেগম, সৈয়দপুর পৌর সাবেক কাউন্সিলর মো. আনিস আনসারী, পরিবহন ব্যবসায়ী মো. নাসিম, সমাজসেবক কার্তিক চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহরের কাজীরহাট এলাকার বাসিন্দা বীমা গ্রাহক মো. আনিস আনসারীকে মেয়াদোত্তীর্ণ বীমা দাবির ৭৬ হাজার চল্লিশ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান বীমা গ্রাহককে ওই চেক তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড গণ-গ্রামীণ বীমা ডিভিশনের আওতায় বীমা গ্রাহক মো. আনিস আনসারী সৈয়দপুর ইউনিটের মাধ্যমে একটি বীশা পলিসি খোলেন। ১০ বছর মেয়াদী ৫০ হাজার টাকার বীমার ২০০৮ সালের ২৮ জুলাই খোলা হয়। বীমা গ্রাহক ৪৩৫ টাকা করে মাসিক প্রিমিয়াম জমা করেন। চলতি বছরের গত ২৮ জুলাই তাঁর বীমা পলিসির মেয়াদপূর্ণ হয়। মেয়াদপূর্ণ শেষে তাকে আনুষ্ঠানিকভাবে বীমা দাবির ৭৬ হাজার ৪০ টাকার চেক হস্তান্তর করা হয়। একই অনুষ্ঠানে শহরের মুন্সিপাড়া ডা. কোফফার রোড়ের বাসিন্দা বীমা গ্রাহক কাওসার পারভীনকে ৮৮ হাজার ৭৮২ টাকার এবং মোছা. নাজমা আক্তারকে ১ লাখ ৬৭ হাজার টাকার মেয়াদোর্ত্তীণ বীমা দাবির চেক প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ