• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন |

ভিকারুননিসার শিক্ষক হাসনা হেনার জামিন মঞ্জুর

ঢাকা, ১০ ডিসেম্বর।। ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যা মামলায় শ্রেণীশিক্ষক হাসনা হেনার জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকালে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এই আদেশ দেন।

এর আগে তার আইনজীবীরা আদালতে তার জামিন আবেদন করেন। পরে আদালতের হাকিম বাকী বিল্লাহ আবেদন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (পূর্ব)।

পল্টন থানায় অরিত্রীর বাবা আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার ওই মামলা দায়ের করেন। মামলাটির তিন নম্বর আসামি হাসনা হেনা। 
এদিকে, শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে রবিবারও অনশন ধর্মঘটে পালন করেছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। সকালে বেইলি রোডে স্কুলগেটের সামনে শিক্ষকের কারামুক্তির দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। 
স্কুলটির নবম শ্রেণির শ্রেণীশিক্ষিকা হাসনা হেনার মুক্তির দাবিতে বৃহস্পতিবার থেকে টানা আন্দোলন করে আসছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ