• সোমবার, ২০ মে ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ফুলবাড়ীতে চারটি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার তিন সৈয়দপুর থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বিষ্ণু মূর্তিসহ একজন গ্রেপ্তার টয়লেটে ৬ ঘন্টা আটকা প্রথম শ্রেণির শিক্ষার্থী প্রার্থীর কর্মী-সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: ইসি হাবিব কিশোরগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত ফুলবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কারাগারে সৈয়দপুরে জীবন্ত প্রাণি দিয়ে প্রচারণার দায়ে চেয়ারম্যান প্রার্থীর অর্থদন্ড  চীনা ফাস্ট ফ্যাশন ব্র্যান্ড শি-ইনের আগ্রাসী বাজার কৌশল, পোশাক রপ্তানি খাতে উদ্বেগ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারে সৈয়দপুরে এলেন জাপান প্রবাসী

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন ও সমাবেশ

সিসি নিউজ, ১০ ডিসেম্বর।। নীলফামারীর সৈয়দপুরে (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়। দিবসের এবারের প্রতিপাদ্য “আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে হই”।
শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে শিক্ষার্থী সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লায়ন মো. নজরুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়ন সহ-সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ ও সদস্য প্রধান শিক্ষিকা মির্জা জহুরা আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. একরামুল হক, সাংবাদিক সাকির হোসেন বাদল, সৈয়দপুর পৌরসভার তথ্য কর্মকর্তা এ কে এম আকমল সরকার রাজু প্রমূখ। গোটা শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠানটি উপস্থাপন করেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. সাজ্জাদ হোসেন।
এছাড়াও সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ,সহকারি অধ্যাপক মো. আবুল কালাম আজাদ,সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সদস্য অ্যধক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সদস্য প্রধান শিক্ষক শিউলি সুলতানা প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
এদিকে, বেলা ১০টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে সৈয়দপুর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও সততা সংঘের সদস্য এবং উপদেষ্টাসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ