• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন |

প্রচারণায় হামলা: লতিফ সিদ্দিকীর অবস্থান কর্মসূচি

সিসি ডেস্ক, ১৬ ডিসেম্বর।। টাংগাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রবিবার দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিয়ারা মারুয়া এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীকে দায়ী করেছেন আবদুল লতিফ সিদ্দিকী।

এ হামলার প্রতিবাদে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন আব্দুল লতিফ সিদ্দিকী।

তিনি জানান, সকালে কালিহাতীর গোহালিয়া বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় সেখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খানের ইন্দনে তার গাড়ি বহরে হামলা করে। এতে তার ব্যক্তিগত গাড়িসহ আরো তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। এসময় ইট পাটকেলের আঘাতে তার কয়েকজন নেতাকর্মী আহত হয়।

তিনি আরও বলেন, যে পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তিনি অবস্থান কর্মসূচি পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ