• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন |

নীলফামারীর চার সংসদীয় আসনেই মহাজোটের প্রার্থী নির্বাচিত

সিসি নিউজ, ৩০ ডিসেম্বর।। নীলফামারীর চারটি সংসদীয় আসনে মহাজোটের প্রার্থীরা বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের ১৩৭ কেন্দ্রের ফলাফলে মহাজোটের প্রার্থী আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন সরকার (নৌকা) পেয়েছেন ১,৮৮,৭৮৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক‌্যফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম (ধানের শীষ) ৮৮,৭৯১ ও জাতীয় পার্টির প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী (লাঙ্গল) পেয়েছেন ১৯,৮৬৮ ভোট। নীলফামারী-২ (সদর) আসনের ১২৬ কেন্দ্রের ফলাফলে মহাজোটের প্রার্থী আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান (নৌকা) পেয়েছেন ১,৭৮,০৩০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক‌্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা মনিরুজ্জামান মন্টু (ধানের শীষ) পেয়েছেন ৮০,২৮৩ ভোট। নীলফামারী-৩ (জলঢাকা) আসনের ৮৯ কেন্দ্রের ফলাফলে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নেতা মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (লাঙ্গল) পেয়েছেন ১,৩৭,৫৩৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক‌্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা আজিজুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৪৪,০৯৩ ভোট। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের ১৫৭ কেন্দ্রের ফলাফলে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নেতা আহসান আদেলুর রহমান (লাঙ্গল) পেয়েছেন ২,৩৬,৯৩০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ২৭,২৯৪ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ