• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন |

বিএনপির নির্বাচিতরা শপথ নেবেন না: মওদুদ

ঢাকা, ২ জানুয়ারি।। বিএনপি থেকে নির্বাচিত ৫ নেতা সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের ২ নির্বাচিত নেতাও শপথ নেবেন না বলে আশা করছেন তিনি। তবে গণফোরাম নেতারা বলছেন, এ বিষয়ে এখনো তাদের দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবি হয় ঐক্যফ্রন্টের। ভোটের পরদিন দফায় দফায় বৈঠক করে ফল বর্জনের ঘোষণা দেন জোটের নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭ প্রার্থী বিজয়ী হলেও নানা অনিয়মের অভিযোগ তুলে পুননির্বাচন দাবি করেছেন তারা।

ভোটের ফল বর্জন করে আবার এমপি হিসেবে শপথ নেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। গণফোরামের নির্বাচিত দুই নেতাকেও শপথ না নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

তবে গণফোরামের নীতিনির্ধারকেরা বলছেন, তাদের দুই নেতা শপথ নেবেন কিনা- তা চূড়ান্ত হবে দলীয় বৈঠকে।

এদিকে, নির্বাচনে তৃণমূল থেকে অনিয়ম, অভিযোগ জানতে ২৯৯ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থীদের ঢাকায় ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে দল সংগঠিত করতে সঠিক পরিকল্পনা নেয়ার দাবি জানাবেন তৃণমূলের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ