• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন |

গাইবান্ধা-৩ আসনে ভোট রোববার

সিসি নিউজ, ২৪ জানুয়ারী।। জাতীয় সংসদের স্থগিত হওয়া গাইবান্ধা-৩ আসনে ভোট রোববার। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। তবে বিএনপির প্রার্থী না থাকায় মুল লড়াই হচ্ছে আওয়ামী লী ও জাসদ প্রার্থীর মধ্যে। এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এদিকে কিশোরগঞ্জ-১ আসনেও ভোটের তোড়জোড় চলছে।

গাইবান্ধার সাদুল্যাপুর-পলাশবাড়ি আসনে ভোটের বাকী মাত্র ২দিন। শুক্রবার মধ্যরাত পর্যন্ত চলবে প্রচার। শেষ মুহূর্তে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে ভোটাররা চাইছেন স্বচ্ছ ভাবমূর্তির একজনকে।

৩০ ডিসেম্বরের নির্বাচনের আগে ঐক্যফ্রন্টের প্রার্থী এটিআই ফজলে রাব্বির মৃত্যুতে আসনটিতে ভোট স্থগিত করা হয়। কিন্তু এবরা বিএনপি প্রার্থী না থাকায় লড়াই হবে আওয়ামী লীগ ও জাসদ প্রার্থীর মধ্যে।

৪ লাখ ভোটারের এ আসনে কেন্দ্র ১৩২টি। ভোটে নিরাপত্তায় পুলিশ ও র‍্যাবের পাশাপাশি থাকছে বিজিবি সদস্যরাও।

এদিকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শুন্য কিশোরগঞ্জ-১ আসনেও চলছে ভোটের প্রস্তুতি। সৈয়দ আশরাফের মতই একজন সৎ ও যোগ্য প্রার্থী চান আওয়ামী লীগ নেতা কর্মীরা। এ আসনে ভোট ২৮ ফেব্রুয়ারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ