• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন |

সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিন বোঝাই ট্রাক জব্দ

সিসি নিউজ, ১১ ফেব্রুয়ারী।। নীলফামারীর সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিন বোঝাই ট্রাক আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের নিয়ামতপুর পানি উন্নয়ন বোর্ড মোড় থেকে ওই পলিথিন আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সব পলিথিন জব্দসহ ট্রাক চালকের ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায়, গত রবিবার সন্ধ্যায় ঢাকার বাবুবাজার থেকে ছেড়ে প্রায় সাড়ে ৫ হাজার কেজি ওজনের ১৬১ বস্তা পলিথিন নিয়ে নিউ রহমানিয়া ট্রান্সপোর্ট এজেন্সির একটি ট্রাক (যার নম্বর ঢাকামেট্টো-ট-১৩-২৭৮৬) দিনাজপুরে যাচ্ছিলো। ট্রাকটিতে চালক ছিল মো. শফিকুল ইসলাম (৩৫) ও হেলপার মশিউর রহমান (২৮)। সোমবার দুপুরে পলিথিন বোঝাই ট্রাকটি নীলফামারীর সৈয়দপুর শহরের উল্লিখিত এলাকায় পৌঁছে। এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত চলাকালে ট্রাকটিকে আটক করা হয়। পরে ওই ট্রাকে থাকা নিষিদ্ধ পলিথিনের অস্তিত্ব পায় আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া নিষিদ্ধ পলিথিন বহনের দায়ে ট্রাকের চালকের ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডদেন। এ ছাড়া ওই সব পলিথিন জব্দের নির্দেশ দেন আদালত। বর্তমানে ট্রাকসহ পলিথিন সৈয়দপুর থানা হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ