• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২৪ অপরাহ্ন |

‘প্রাথমিক শিক্ষক নিয়োগে বিজ্ঞানে স্নাতকদের অগ্রাধিকার’

সিসি ডেস্ক, ২০ ফেব্রুয়ারী।। প্রাথমিক শিক্ষক নিয়োগে বিজ্ঞানের বিষয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ২০ শতাংশ পদ থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলার প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সচিব জানান, প্রাথমিক স্কুলগুলোতে গণিত শিক্ষকদের সংকট কাটানোর অংশ হিসেবে বিজ্ঞানে স্নাতকদের এই নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, বর্তমানে শ্রেণিকক্ষে পড়াশোনার মান উন্নয়নের জন্য চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য প্রতিদিন একটি করে ইংরেজি শব্দ শেখার জন্য ‘ওয়ান ডে, ওয়ান ওয়ার্ড’ কার্যক্রম শুরু করা হয়েছে। যারা সবচেয়ে বেশি ইংরেজি শব্দ মনে রাখতে পারবে তাদের পুরস্কৃতও করা হবে।

কাজে গতি আনার জন্য প্রতিটি জেলার অধীনে সব স্কুলে ক্লাস্টারভিত্তিক মনিটরিং রিপোর্ট দিতে হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ