• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন |

বনানী অগ্নিকাণ্ড: সবাই ব্যস্ত মোবাইলে ছবি তোলার

সিসি ডেস্ক, ২৮ মার্চ।। রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত হয়েছে বহু মানুষ। সেকেলে যন্ত্রপাতি নিয়েই জীবন বাজি রেখে উদ্ধারকার্যে নেমেছেন ফায়ার সার্ভিসহ বিভিন্ন বাহিনীর দুঃসাহসী সদস্যরা। এদিকে নিচে হাজার হাজার উৎসুক জনতা আগুন দেখছে! হ্যাঁ, কোনো কারণ ছাড়াই তারা স্রেফ আগুন দেখতে ভিড় করেছে এফ আর টাওয়ারের নিচে; আর মোবাইলে ছবি তুলছে। দমকলের গাড়ি, অ্যাম্বুলেন্স, পানির গাড়ি কোনোটাই যেতে পারছে না মানুষের ভিড়ে!

এই দৃষ্টিকটু ঘটনার সমালোচনা করছেন দেশের সচেতন সমাজ। যা দৃষ্টি এড়ায়নি তারকা অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজের। নিজের ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘নিমতলী, রানা প্লাজা, চকবাজারের পর আরো একটি বড় দূর্ঘটনা বনানীর এফআর বিল্ডিংয়ের নিচে জনতার ভিড়ে ফায়ার সার্ভিস ইউনিট যেতে পারছে না ঠিকঠাক সময় মতো জায়গায়। দূর থেকে পানি দিতে হয়েছে।’

‘একদিকে আগুনে গ্লাস ভেঙে পড়ছে। ভেতরের মানুষগুলো বাঁচার আকুতি করে যাচ্ছেন। কেউ কেউ লাফ দেওয়ার চেষ্টা করছেন ৯ বা ১০ কিংবা ১১ তলা থেকে। আর অপর দিকে সবাই মোবাইল নিয়ে রেডি। কে কার থেকে ভালো অ্যাঙ্গেলে ফুটেজ নিতে পারে সেই প্রতিযোগিতা। যেখানে সবাই পানি নিয়ে সাহায্য করার কথা তারা সবাই দাঁড়িয়ে ভিডিও করছেন। দায়িত্বটা কি শুধুই প্রশাসন বা দায়িত্বরত বাহিনীদের আমরা নাগরিক হিসেবে মানবতা কি হারিয়ে যাচ্ছে!’

‘সাধুবাদ জানাই সেসব ভাইদের যারা ইমারজেন্সি লেন তৈরি করে সাহায্য হাত বাড়িয়েছেন। পুনশ্চঃ কেউ তাদের বাজেভাবে কথা বলবেন না। এবার হতে শিক্ষা নেই সামনে যেন নাগরিক হিসেবে মানবতার হাত প্রসারিত হয়, নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। সাথে আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের হেফাজত করুক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ