• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন |

দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড মাহমুদুলের

খেলাধুলা ডেস্ক, ১৩ এপ্রিল।। ১৭ বছর বয়সেই দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ফ্রি স্টাইল আর্ম রোলিংয়ে এ কীর্তি গড়েছেন মাগুরার তরুণ মাহমুদুল হাসান ফয়সাল। সবশেষ এ মাসের শুরুতে এক মিনিটে সবচেয়ে বেশিবার বাস্কেটবল রোলিংয়ের কারণে স্বীকৃতি পেয়েছেন। এর আগে ২০১৮ সালের আগস্টে ফয়সাল প্রথমবারের মতো গিনেস বুকে স্থান পান। সেবার তিনি স্বীকৃতি পান ফ্রি স্টাইল ফুটবল আর্মরোলের কারণে।
ক্রিকেট, ফুটবল দুটোই খেলতেন মাহমুদুল হাসান ফয়সাল। ক্রিকেটের প্রতি এখনো আছে আগ্রহ। তবে নিজস্ব স্কিল অনুযায়ী বেছে নিয়েছেন ফ্রি স্টাইল গেম।
এরই মধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে দুবার নাম তুলেছেন এই তরুণ। সবশেষ বাস্কেট বলে ১ মিনিটে ১৪৪ বার আর্মরোলিংয়ের মাধ্যমে তিনি নতুন রেকর্ডটি করেছেন। ২০১৮ সালে ফুটবলে ১ মিনিটে ১৩৪ বার আর্ম রোলের মাধ্যমে প্রথম গিনেজ রেকর্ড করেন মাহমুদুল।
মাগুরা পলিটেকনিক ইনস্টিউটিটে মেকাট্রনিক্স টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছেন মাহমুদুল। আরো কিছু ক্যাটাগরিতে রেকর্ড গড়ার স্বপ্ন দেখছেন তরুণ এই প্রতিভা, সে ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন যথাযথ প্রশিক্ষণে।
শিগগিরই আরও কয়েকটি রেকর্ড গড়তে চান ফয়সাল। ভবিষ্যতে ফ্রি স্টাইলার হিসেবে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করতে চান বাংলাদেশকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ