• রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
টয়লেটে ৬ ঘন্টা আটকা প্রথম শ্রেণির শিক্ষার্থী প্রার্থীর কর্মী-সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: ইসি হাবিব কিশোরগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত ফুলবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কারাগারে সৈয়দপুরে জীবন্ত প্রাণি দিয়ে প্রচারণার দায়ে চেয়ারম্যান প্রার্থীর অর্থদন্ড  চীনা ফাস্ট ফ্যাশন ব্র্যান্ড শি-ইনের আগ্রাসী বাজার কৌশল, পোশাক রপ্তানি খাতে উদ্বেগ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারে সৈয়দপুরে এলেন জাপান প্রবাসী ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ, পাসের হার ৩৫.৮০ শতাংশ ফুলবাড়ীতে সাবেক ইউপি সদস্যসহ গ্রেফতার তিন: ইয়াবা ট্যাবলেট উদ্ধার

সৈয়দপুরে ত্রৈমাসিক প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ প্রশিক্ষণ

সিসি নিউজ, ১৫ এপ্রিল।। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার নীলফামারীর সৈয়দপুরের হাজারীহাট শাখা ব্রাঞ্চের উদ্যোগে শিক্ষা সেবিকাদের মান উন্নয়ন ও ত্রৈমাসিক প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরন শীর্ষক’ দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। সোমবার ( ১৫ এপ্রিল) উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের আশার হাজারীহাট ব্রাঞ্চে ওই প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষক ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন প্রধান এবং আশার নীলফামারীর শিক্ষা অফিসার মো. আবু সাঈদ।
প্রশিক্ষণে ব্রাঞ্চের শাখা ম্যানেজার (বিএম) মো. মুকসেদ আলী, সহকারি শাখা ম্যানেজার (এবিএম) মো. মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের সার্বিক বিষয় পরিচালনায় ছিলেন আশার সৈয়দপুর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (আরএম) মো. মোস্তফা কামাল।
প্রশিক্ষণে শিক্ষা সুপার ভাইজার ও শিক্ষা সেবিকাসহ মোট ১৫ জন অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণে প্রাথমিক শিক্ষা হতে ঝড়ে পড়া রোধে, দরিদ্র ও সুবিধা বঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার মুল ধারায় ফিরিয়ে আনার প্রতি গুরুত্বারোপ করা হয়।
প্রসঙ্গত, বর্তমানে সারাদেশে আশার এক হাজার ব্রাঞ্চে ১৫ হাজার শিক্ষা সেবিকার মাধ্যমে প্রায় ৩ লাখ ৩০ হাজার সুবিধা বঞ্চিত শিক্ষাথীদের শিক্ষা সেবা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ