• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২১ অপরাহ্ন |
শিরোনাম :

ইরাকে ইফতারের সময় বোমা হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক, ১০ মে ।। ইরাকের রাজধানী বাগদাদে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন।

বৃহস্পতিবার পূর্ব বাগদাদের জামিয়া বাজারে ইরাকি নাগরিকরা যখন তাঁদের ইফতার শুরু করেন তখনই বোমা হামলার ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি বিস্ফোরক বেল্ট পরে জামিয়া বাজারের ভিড়ের ভেতরে ঢুকে পড়লে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরইমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)।

আইএস এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরক বেল্ট পরে একজন আত্মঘাতী বোমারু বাগদাদ শহরে বিস্ফোরণ চালিয়েছে। বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।

এর আগে তিন বছর যুদ্ধের পর ২০১৭ সালে আইএস-মুক্ত হয় ইরাক। কিন্তু এরপরেও দেশটিতে বোমা হামলার ঘটনা ঘটছে।

গত নভেম্বরে দেশটির শিয়া অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হন। এ ছাড়া জানুয়ারিতে বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন অন্তত ৩১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ