• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন |

বন্যহাতির তাণ্ডবে নিহত ২

Elephantবান্দরবন: বন্যহাতির তাণ্ডবে বান্দরবানে শিশুসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা হলেন-  মো. সজিব (৭) ও দেলোয়ারা বেগম (৪৫)।

মঙ্গলবার ভোরে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকায় এ ঘটনা ঘটে।

সুয়ালক ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইসমাইল জানান, ভোরে বন্যহাতির একটি পাল ভাগ্যকুল এলাকার জোহরা বেগমের ঘরে আক্রমণ চালায়। এসময় ঘরের অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও হাতির পায়ে পিষ্ট হয়ে জোহরার ছেলে সজিব মারা যায়।

এরপর হাতির পালটি পাশের লুনছড়া এলাকায়ও তাণ্ডব চালায়। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান দেলোয়ারা বেগম। ওই এলাকার বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও জমির ফসলও নষ্ট করে বন্যহাতির পালটি।

সকালে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, বন্যহাতির একটি পাল বেশ কিছুদিন ধরে প্রায়ই মধ্যরাতে লোকালয়ে হানা দিচ্ছে। বিশেষ করে নির্জন এলাকার বসতিতে বন্যহাতির পাল প্রতিনিয়ত তাণ্ডব চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ