• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন |

ডোমারে আট কেজি ওজনের মিষ্টি আলু

Nilphamariআবু ফাত্তাহ কামাল (পাখি), ডোমার (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলায় এক কৃষকের ক্ষেতে আট কেজি ওজনের মিষ্টি আলু হওয়ার খবর পাওয়া গেছে। প্রকৃতির এ খেয়ালে এলাকায় মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি গ্রামের কৃষক আজিজুল ইসলাম(৪০) জানান, আট মাস আগে ( জৈষ্ট্য মাসে ) চারা তৈরীর জন্য বাড়ির কাছে ক্ষেতে মিষ্টি আলুর একটি চারা রোপন করেছিল। জাংলায় মিষ্টি আলুর গাছটি অনেক বড় হয়েছে। ওখান থেকে অনেক চারা হবে। মিষ্টি আলুটি তুলতে গিয়ে দেখি, আলুটির ওজন প্রায় আট কেজি হয়েছে। এটা দেখার জন্য এলাকার লোকজন ভিড় করছে বাড়ীতে। এ ব্যাপারে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহারিয়া জানান, আমার ধারনা এটা প্রকৃতিতে ব্যতিক্রম ঘটনা। দক্ষিনের চর অঞ্চলে কখনও কখনও ২০০/২৫০ গ্রামের মিষ্টি আলু হয়। তবে ঘটনাস্থলে গিয়ে দেখেছি, মাটিটি নতুন ও উর্বর এবং গাছটি জাংলিতে তুলে দেয়া হয়েছে। জমিতে সাধারনত মিষ্টি আলু চার মাস থাকে। এটি আট/নয় মাস রাখা হয়েছে। প্রকৃতিতে যেমন অনেক অদ্ভুদ ঘটনা ঘটে, এটাও তেমনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ