• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন |

বিভিন্ন মন্ত্রণালয়ে ২ লাখ ৭৫ হাজার ৯৬৪টি পদ শূন্য

Parlamentঢাকা: বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে ২ লাখ ৭৫ হাজার ৯৬৪টি পদ শূন্য রয়েছে। শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। জনবল নিয়োগে প্রত্যেক মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে বলে সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এনামুল হক এর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে জনপ্রশাসনে ২ হাজার ৬০৩ জন সরকারি কর্মকর্তা রয়েছেন। এরমধ্যে ওএসডি রয়েছেন ২৬৫ জন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী মোট কর্মকর্তা রয়েছেন পর্যায়ক্রমে সচিব ৬২ জন, অতিরিক্ত সচিব ৩০৪ জন, যুগ্ম সচিব ৯২৭ জন, উপসচিব ১৩১০ জন। ওএসডি কর্মকর্তাগণের মধ্যে সচিব ৩ জন, অতিরিক্ত সচিব ৪৬ জন, যুগ্ম সচিব ১৩৯ জন, উপসচিব ৭৭ জন। এর আগে বিকেল ৫টা ২০ মিনিটে চলতি সংসদের রোববারের মুলতবি অধিবেশন শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ