• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন |

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুস্পৃষ্টে নিহত ২

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীতে দুইজনের মৃত্যু হয়ে। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের নগর দারোয়ানী গ্রামের মফদ্দি মামুদের ছেলে রিকসা চালক আব্দুল মজিদ(৬০) এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের আব্দুর রউফের ছেলে লতিফুজ্জামান(২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের হঠাৎপাড়া গ্রামের ফুলতলা নামক স্থানে মোটরসাইকেলের সাথে রিকসার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মজিদ। এছাড়াও সংঘর্ষে আহত হন মোটর সাইকেল আরোহী সুজন, জিকরুল ও রিক্সার যাত্রী আশরাফ উদ্দিন নামে আরও তিন জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে বেলা তিনটার দিকে খালুর বাড়ীতে বেড়াতে এসে বিদ্যুস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন লতিফুজ্জামান নামের এক যুবক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদরের ইটাখোলা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে খালু মজিবুলের বাড়িতে বৈদ্যুতিক স্লুইচ অন করতে গিয়ে বিদ্যুতায়িন হন লতিফুজ্জামান। আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) ফজলুল হক তানসেন নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, থানায় পৃথক দু’টি ইউডি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ