• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন |

বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৩২ হাজার টাকা জরিমানা

Adalot (2)বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন ব্যবসায়ী এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিকট হতে ৩২ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর বীরগঞ্জ থানার এসআই বিশ্বনাথ দাশ গুপ্ত সহ একদল পুলিশের সহযোগিতায় সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৌর শহরের হাটে একজন মাংস বিক্রেতার বাটখারা পরিমাপ কম থাকায় ১ হাজার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় ঔষধ বিতানকে ১০ হাজার টাকা, হোটেলের নোংরা পরিবেশের কারণে ভাই ভাই হোটেলকে ১ হাজার টাকা, আশা হোটেলকে ১০ হাজার টাকা, সাধনা হোটেলকে ১০ হাজার টাকা সহ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
একজন গ্রেফতার
বীরগঞ্জে বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। সে উপজেলার সাতোর ইউনিয়ন ডগরাই খাটিয়া দিঘি গ্রামের মোঃ আবেদ আলীর পুত্র মোঃ মিন্টু প্রামাণিক (৩৫)।
বীরগঞ্জ থানার এস আই বিশ্বনাথ দাশ গুপ্ত অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মিন্টুকে গ্রেফতার করেছেন। ওসি মোঃ আরমান হোসেন পিপিএম জানান, গ্রেফতারকৃত মিন্টুর বিরুদ্ধে ৫ জানুয়ারী নির্বাচনে ভাংচুর সহ ৭টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ