• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন |

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ কর্মকর্তারা

BGBহিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তের ভারত অংশে কয়েকটি অবৈধ স্থাপনা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ) কর্মকর্তারা। আজ বুধবার তাঁরা যৌথভাবে এলাকগুলি পরিদর্শন করেন।
হিলি চেকপোষ্ট ক্যাম্পের কোম্পানী কমান্ডার আতাহার আলী জানান, জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদারের নেতৃত্বে ফুলবাড়ী-৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাহিদুর রশীদসহ ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সকাল ১০টার দিকে হিলি চেকপোষ্ট দিয়ে ভারতে যান । এসময় ভারতের পতিরাম-৯৬ বিএসএফের অধিনায়ক রাজেন সুধ তাদের অভ্যর্থনা জানান। পরে উভয় বাহিনীর কর্মকর্তরা ভারত অংশের কয়েকটি অবৈধ স্থাপনাসহ হাড়ীপুকুর গ্রামে নতুন সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেন। দুপুর ১টার দিকে বিজিবির কর্মকর্তারা দেশে ফিরে আসেন।
এবিষয়ে অধিনায়ক আব্দুর রাজ্জাক তরফদার সাংবাদিকদের বলেন, ভারতীয় নাগরিকেরা আন্তর্জাতিক আইন লংঘন করে ভারত অংশের ১৫০ গজের মধ্যে কয়েকটি স্থানে বাড়ী-ঘর নির্মাণের চেষ্টা করেন। এসময় বিজিবি বাঁধা দেওয়ায় তা বন্ধ হয়ে যায়। বিষয়টি সরেজমিনে দেখার জন্য বিএসএফের কর্মকর্তাদের নিয়ে ওই স্থানগুলি পরিদর্শন করতে যাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ