• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন নীলফামারীতে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালন ডোমারে দুই চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ নীলফামারী সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী শাহিদ মাহমুদের মনোনয়ন বাতিল

পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির গুলিবিদ্ধ

ooy_21824_0আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির অস্ত্রধারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।শনিবার করাচিতে এ ঘটনা ঘটে। জিও নিউজের খবরে বলা হয়েছে, অজ্ঞাত অস্ত্রধারীরা হামিদ মিরের গাড়িতে হঠাৎ হামলা চালায়।হামলায় হামিদ মির গুলিবিদ্ধ হন। বর্তমানে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর শরীরে তিনটি গুলি লেগেছে, তবে তাঁর অবস্থা এখন আশংকামুক্ত।হামলার দায়িত্ব কেউ স্বীকার করেননি। কারা এই হামলা চালিয়েছে তা পরিস্কার নয়। তবে হামিদ মিরের ভাই জানিয়েছেন, সম্প্রতি তিনি পরিবারকে জানিয়েছিলেন যে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা তাঁকে নানা রকম হুমকি দিয়েছে। হাসপাতালে ভর্তি করানোর পর কিছুক্ষণ অচেতন থাকলেও ডাক্তাররা জানিয়েছেন তিনি এখন আশঙ্কামুক্ত এবং তার হুঁশ ফিরেছে। এছাড়া, তার শরীরের দু’টি গুলি লেগেছে বলেও নিশ্চিত করেন তারা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, এয়ারপোর্ট থেকে নিজের কার্যালয়ে যাওয়ার সময় একটি সামরিক এলাকায় পৌঁছলে হামিদ মীরের গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান। উল্লেখ করা যেতে পারে, হামিদ মীরই একমাত্র সাংবাদিক যিনি নিহত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নিয়েছিলেন। ১৯৭১ সালে ২৫ মার্চের রাতের গণহত্যার ভয়াবহতা স্বচক্ষে দেখতে একদল শিক্ষার্থী নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে ছুটে আসেন প্রয়াত অধ্যাপক ও সাংবাদিক ওয়ারিস মীর। নির্মমতার চিত্র দেখে ক্ষুব্ধ সাংবাদিক ওয়ারিস তা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেন দৈনিক জং পত্রিকায়। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা রাখার জন্য ওয়ারিসকে সম্প্রতি সম্মাননা জানায় বাংলাদেশ সরকার। সেই ওয়ারিস মীরেরই সন্তান হামিদ মীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ