• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন |

তিস্তা অভিমুখে বিএনপির দ্বিতীয় দিনের লংমার্চ শুরু

Tistaসিসি নিউজ, রংপুর : রংপুর শহরে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে তিস্তা অভিমুখে দ্বিতীয় দিনের লংমার্চ শুরু হয়েছে।
আজ বুধবার সকালে রংপুর শহরের পাবলিক লাইব্রেরির সামনে এই পথসভা শুরু হয়।
রংপুর জেলা বিএনপির আয়োজনে সংক্ষিপ্ত এই পথসভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ১০টার দিকে নীলফামারীতে তিস্তা অভিমুখে রওনা করে লংমার্চ বহরটি। সেখানে দুপুরে একটি সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
প্রসঙ্গত, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মঙ্গলবার সকালে রংপুরের তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ শুরু করে বিএনপি। মঙ্গলবার সকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীগের নেতৃত্বে ঢাকার উত্তরা থেকে লংমার্চের যাত্রা শুরু হয়।
পথে কালিয়াকৈর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধার বিভিন্ন স্থানে বিএনপির নেতারা পথসভায় বক্তৃতা করেন।
এরপর বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে পথসভা করে রাতে রংপুর শহরে অবস্থান নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ