• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন |

রায়ের বিরুদ্ধে আপিল করবেন খালেদা জিয়া

Khalada-4ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করবে তার আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, এই রায়ে আমরা ‘হতাশাগ্রস্ত’ ও ‘হতবাক’ । তিনি জানান, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

এর আগে বুধবার দুপুরে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন,‘নিম্ন আদালতে অভিযোগ গঠনের দিন ওই মামলা থেকে বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেয়ার একটি আবেদন ছিল। কিন্তু আদালত ওই আবেদন শুনেননি। হয়তো আদালত ইচ্ছে করলে আইনের মাধ্যমে অভিযোগ থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দিতে পারতেন।’ এর ফলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে তিনি দাবি করেন। তবে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন,আসামিপক্ষের আবেদন খারিজ হওয়ায় আগামী ২১ মে এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণে আর কোনো বাধা থাকলো না।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ চারজনকে অভিযুক্ত করে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ খান। ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চার জনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ।

অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে গত ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন রমনা থানায় এ মামলা দায়ের করে। ২০১০ সালের ৫ আগস্ট দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ মামলার তদন্ত শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া,বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ