• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন |

রাজারহাটে বোরোর বাম্পার ফলন

Rajarhat Pic-13-05-14রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সর্বত্রে মাঠের পর মাঠ বোরো ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে। কৃষক মাঠের ধান কাটাও শুরু হয়েছে। এ মুহুর্তে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এ এলাকায় বোরোর বাম্পার ফলন হবে বলে জানিয়েছেন বোরো চাষীরা। শুক্রবার রাজারহাট সদর সহ ডাংরারহাট, নাজিমখাঁন, ছিনাই, উমর মজিদ, বিদ্যানন্দ, ঘড়িয়ালডাঙ্গা , চাকিরপশার এলাকা ঘুরে দেখা গেছে, বোরো ধান কাটা-মাড়াই পুরোদমে চলছে, কোথাও সবুজের সমারোহ। ডাংরারহাট এলাকার বোরো চাষী নুর আলম (৫০), আঃ মতিন (৫৫), হাশেম আলী (৩৫), ফকরুল ইসলাম (৪২) এর সঙ্গে কথা হলে তারা এ প্রতিনিধিকে জানান, চলতি বছর খরার কবলে পুড়েছিল দেশ। ভেবেছিলাম বোরো ধান ঘরে তুলতে পারবো না। কিন্তু আল্লার রহমতে ভাল ফলন হয়েছে এবং সরকারিভাবে এ বছর আগাম দাম নির্ধারণ করায় বাজারেও ধানের মূল্য ভালো থাকায় কৃষকদের মনে আনন্দ বিরাজ করছে। মনিডাকুয়া গ্রামের ইছাহক আলী (৫০), মজিবর রহমান (৬০) বলেন, চলতি বোরো মওসুমে বাজারে সময়মত ন্যায্য মূল্যে সার ও কীটনাশক পাওয়ায় আবাদে ত্র“টি হয় নাই। এ মুহুর্তে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে আগামী ১৫ দিনের মধ্যে বোরো কাটা মাড়াই শেষ হবে। এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায় জানান- চলতি বোরো মওসুমে অত্র উপজেলায় প্রায় সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদসহ আবহাওয়া অনুকুল থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। যা ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা অতিক্রম করবে। পাশাপাশি অনেকদিন ধরে বৃষ্টি না হওয়ায় বোরো চাষীদেরকে পাকা ধানগুলো মাঠ থেকে তাড়াতাড়ি কেটে নেয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ