• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২২ অপরাহ্ন |

রক্তপানে আত্মিক বন্ধন শক্ত হয়!

Vamparসিসিনিউজ ডেস্ক: একে অপরের রক্ত পান করলে আত্মিক বন্ধন শক্ত হয়- এমন দাবি তাদের। বাস্তব জীবনের এ ভ্যাম্পায়ার দম্পতির সন্ধান মিলেছে যুক্তরাজ্যের সাউথ ওয়েলসে। পিরেটা ব্লেজ ও অ্যান্ডি ফ্লিথ নামের ওই দম্পতি গত তিন বছর ধরে নিয়মিত পরস্পরের রক্ত পান করছেন। শুক্রবার যুক্তরাজ্যের একটি টিভি শো ‘দিস মর্নিংয়ে’ তারা এ কথা জানান।

রক্তপানের উপকারিতা উল্লেখ করে তারা বলেন, আমাদের একটি সন্তান আছে। সে আমাদেরকে পরস্পরকে কাছে আসতে সাহায্য করেছে। তবে পরস্পরের রক্ত পান করার মাধ্যমে আমাদের মাঝে আত্মিক বন্ধন সৃষ্টি হয়েছে।

পিরেটা ব্লেজ বলেন, ‘আমরা সচেতনতার সাথেই এটা করি। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। রক্ত বের করার জন্য খুব সূক্ষ্ণ একটা ছিদ্র করতে হয় যার ফলে কোনো ক্ষত সৃষ্টি হয় না।’

এই দম্পতি ছাড়াও যুক্তরাজ্যে আরেক ভ্যাম্পায়ার দম্পতি রয়েছে। লিয়া ও অ্যারো নামের ওই দম্পতির পরিচয় একটি ডেটিং ওয়েবসাইটে। প্রথম সাক্ষাতেই লিয়ার রক্ত পান করেন অ্যারো। এ সম্পর্কে লিয়া বলেন, ‘এটা এমন একটা অভিজ্ঞতা যা শারীরিক সম্পর্কের থেকেও বেশি তৃপ্তি দেয়।’

শুধু এই দুই দম্পতিই নন যুক্তরাজ্য জুড়ে আরো ১০ হাজার থেকে ১৫ হাজারের মতো মানুষ আছে যারা মানুষের রক্ত পান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ