• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন |

নীলফামারীতে সাইবার নিরাপত্তা ও তথ্য প্রযুক্তি আইন বিষয়ক সেমিনার

Nilphamari Photoনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দিনব্যাপী “সাইবার নিরাপত্তা” এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ক সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় সেমিনারে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএএম রফিকুন্নবী।
দিনব্যাপী এই সেমিনারে বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অংশ গ্রহণ করেন দিনব্যাপী সেমিনারে অংশ গ্রহণ করেন।
সেমিনারে সাইবার ও আইন বিশেষজ্ঞ আব্দুল আউয়াল সুমন, আইটি প্রশিক্ষক তুহিন হোসেন ও মাসরিক অভিকুর রহমান, ইনসাইড বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যান্ডিং অফিসার শামীম আহমেদ এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়ের কমিউনিকেশন অফিসার লিয়াকত আলী বাবু সাইবার ক্রাইম ও আইন নিয়ে বিস্তর  আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ