• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন |

সৈয়দপুরে আবাসিক হোটেল থেকে ৫ জোড়া যুবক-যুবতি আটক

SAM_1258সিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে ৫ জোড়া যুবক-যুবতিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় শহরের শহীদ ডা: জিকরুল হক সড়কস্থ জসিম বোডিং থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে তাদেরকে আটক করা হয়।
সৈয়দপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রহিম ওই বোডিংয়ে বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সময় তাদেরকে হাতেনাতে আটক করে। এসময় যুবক-যুবতিদের সহায়তাকারী হিসেবে বোডিংয়ের মহিলা কেয়ারটেকার মায়া আকতারকে (৫০) আটক করা হয়। আটক মায়া নীলফামারী সদরের কাজীরহাট গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে। পুলিশের হাতে আটক যুবক-যুবতিরা হলো, দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার সাতনালা গ্রামের নৃপেন্দ্র নাথের কন্যা রিমি (২২), খানসামা উপজেলার তাঁতিপাড়ার রনজিতের পুত্র রুবেল (২৩), দিনাজপুর সদরের বারোবীর গ্রামের আব্দুল মজিদের পুত্র রাশেদ (২৫), ঠাকুরগাঁ সদরের কিশামত কেশুরগাড়ী গ্রামের রশিদুল ইসলামের কন্যা সুমী (১৬), নীলফামারী সদরের আরজি চড়াইখোলা গ্রামের বাবুল হোসেনের কন্যা আয়শা (১৭), সৈয়দপুর উপজেলার মুসরত ধুলিয়া গ্রামের আজিজুল ইসলামের পুত্র মোস্তাফিজুর রহমান (২৪), ডাঙ্গাপাড়ার ওয়াহেদ আলীর কন্যা লতা (২০), ওয়াপদা মোড় হাজিপাড়ার মোখলেছার রহমানের পুত্র রবিউল ইসলাম (২৬), দক্ষিণ সোনাখুলী বক পাড়ার আব্দুস সামাদের পুত্র শাহিনুর রহমান (২৫) ও ঢেলাপীর আবাসনের শ্রীকৃঞ্চের কন্যা পিংকি (১৮)।
পরে পুলিশ আটকদের ভ্রাম্যমান আদালতে হাজির করে। আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম প্রত্যেক যুবক-যুবতিদের ১হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড এবং কেয়ারটেকার মায়া আকতারকে ৩মাসের কারাদন্ড প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ