• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন |

কাঠগড়া থেকে পালালো দুই ডাক্তার

polaionঢাকা: মহানগর দায়রা জজ আদালতে আসামির কাঠগড়া থেকে পালিয়ে গেছেন আত্মসমর্পণ করা দুই ডাক্তার।

বুধবার দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জহুরুল হকের আদালতে এ ঘটনা ঘটে। এদিন দুর্নীতির অভিযোগে ঢামেকের চার চিকিৎসকসহ মোট ৭ জন মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করেন।

পালাতক দুই আসামি হলেন- ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ মশিউর রহমান ও সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান।

আত্মসমর্পণ করা আসামিরা হলেন- ঢামেক হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বজলে কাদের, সাবেক সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ মশিউর রহমান, সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সাবেক উপ পরিচালক ডা. মো. ফয়জুল্লাহ, এইচএন সার্জিক্যাল মার্টের সত্ত্বাধিকারী হাবিবুর রহমান, ঢামেকের সাবেক দুই ক্যাশিয়ার নজরুল ইসলাম (১) এবং নজরুল ইসলাম (২)।

শুনানি শেষে বিচারক আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশের পর কাঠগড়া থেকে চোখের পলকেই হাওয়া হয়ে যান ওই দুই ডাক্তার আসামি। শেষ খবর পাওয়া পর্যন্ত পলাতক ওই দুই ডাক্তার আদালতে আত্মসমর্পণ করেননি বা পুলিশও তাদের গ্রেপ্তার করতে পারেনি।

উল্লেখ, ২০১১ সালের ১৬ নভেম্বর ২ কোটি ৩১ লাখ ৮২ হাজার ৯২০ টাকা দুর্নীতির অভিযোগে এই ৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ