• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন |

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

awami-leagueদিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে ২৮১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু ইবনে রজব। সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজিউর রহমান রাজু পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে জাকারিয়া জাকির ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর আলম আলাল পেয়েছেন ২০ ভোট।
১৪ সেপ্টেম্বর রাতে দিনাজপুর লোকভবনে জেলা স্বেচ্ছাসেবকলীগের নির্বাচন পরিচালনা করেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. মোল্লা আবু কাউছার, সাধারণ সম্পাদক পঙ্কজ  দেবনাথ এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ১৫টি সাংগঠনিক শাখার মধ্যে ১৫টি সাংগঠনিক শাখার ৩১০ জন কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটাধিকার প্রয়োগ করেন। শুধুমাত্র ফুলবাড়ী উপজেলা ও বিরামপুর পৌরশাখায় দু’টি করে কমিটি থাকায় তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ আবু ইবনে রজবকে সভাপতি ও জাকারিয়া জাকিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে স্বেচ্ছাসেবক লীগ দিনাজপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আবু ইবনে রজব ও সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ মোঃ রেজওয়ান-উর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ মোঃ শাহ আলমসহ স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ