• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন |

দিনাজপুরে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

Furam Michil Pic, 26-01-15দিনাজপুর প্রতিনিধি : বিএনপির নেতৃত্বে ২০ দলীয়জোটের ডাকা ৩৬ ঘন্টা হরতালের শেষ দিনে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিট।
সোমবার সকাল ১১টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি মো. আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক আবু নঈম মো. হাবিবুল্লাহ’র নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করে আদালত এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এসে শেষ করে। পরে সমিতি প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ৫ জানুয়ারীর নির্বাচনের জন্য বর্তমান সরকারকে সারা বিশ্বের মানুষ ধিক্কার দিয়েছে। দেশের ৯৫ ভাগ মানুষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। তত্বাবধায়ক সরকারের দাবীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বক্তারা বলেন, বর্তমান সরকার বিরোধীদলের নেতাকর্মীদের উপর নির্যাতন, তাদের নামে মামলা দিয়ে হয়রানী করছে। কিন্তু জুলুম-নির্যাতন ও মামলা-হামলা করে দেশের মানুষকে আন্দোলন থেকে বিরত রাখা যাবে না। তাদের দেয়ার মামলা একদিন তাদের জন্যই কাল হয়ে দাড়াবে। অচিরেই বর্তমান স্বৈরাচারী সরকারের পতন হবে। বক্তারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম-নির্যাতন বন্ধ, গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
সমাবেশে আইনজীবী ফোরামের সভাপতি মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবু নঈম মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. মো. আনিসুর রহমান চৌধুরী, জেলা মুসলিম লীগের সভাপতি আলহাজ্ব আবু আলী চৌধুরী, আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ফিরোজ ইব্রাহিম, রাশেদুল ইসলাম মানিক, কোষাধ্যক্ষ এমাম আলী প্রমূখ।
মিছিল ও সমাবেশে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মো. একরামুল আমিন, জেলা আইনজীবী ফোরামের সহ-সভাপতি মো. মইনুল ইসলাম, মো. আবু তালেব, মো. আসির উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম খোকন, দপ্তর সম্পাদক মো. রইস উদ্দীন, সহ-দপ্তর সম্পাদক এ্যাড. মোঃ তারিকুল ইসলাম (তারেক), ফোরাম নেতা মো. সাইফুল হক, মো. নিয়ামুল হক চৌধুরী, মো. বকুল, আইনুল হক, মো. শহিদুল্লাহ, মো. সুলতান, মো. সুজাত আলী, মো. আজেদুর রহমান, মো. ইউসুফ আলী, মো. বরকত আলী শাহ, মো. সৈকত, মো. নজরুল ইসলাম-৫, ফারুক হোসেন, মো. মাহফুজসহ প্রায় শতাধিক আইনজীবী অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ