• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন |

কৃষ্ণকলি সেরেনার গ্র্যান্ডস্লাম রেকর্ড

sarena1-1422705962খেলাধুলা ডেস্ক: ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভার বিপক্ষে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নেমেছিলেন সেরেনা উইলিয়ামস।

ক্যারিয়ারের ১৯তম শিরোপা জিততে বেশি সময় নেননি যুক্তরাষ্ট্রের এই কৃষ্ণকলি। ১১১ মিনিটেই মারিয়া শারাপোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেন সেরেনা। ৬-৩, ৭-৬ (৭/৫) গেমে শারাপোভাকে হারিয়েছেন টেনিসের শীর্ষ বাছাই।

এছাড়া শারাপোভার বিপক্ষে এটি সেরেনার টানা ১৬তম জয়। এবং অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় জয়। ২০০৫ সালে সেমিফাইনালে এবং ২০০৭ সালে শারাপোভাকে হারান উইলিয়ামস পরিবারের ছোট কন্যা।  এটি সেরেনার ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা।

১৯তম গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের মাধ্যমে সেরেনা ছাড়িয়ে গেছেন কিংবদন্তি টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভার ও ক্রিস এভার্টকে। যুক্তরাষ্ট্রের এই তারকার সামনে আছেন শুধু স্টেফি গ্রাফ। ২২টি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন স্টেফি গ্রাফ।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই নার্ভাস ছিলেন শারাপোভা। প্রথম সার্ফে ডাবল ফল্ট করেন রাশিয়ান শীর্ষ বাছাই। শারাপোভা পিছিয়ে পড়ার পর আর প্রথম গেমে ঘুরে দাঁড়াতে পারেনি। ৪৭ মিনিটেই প্রথম গেম জিতে নেন সেরেনা।

প্রথম গেমে লড়াই করতে না পারলেও দ্বিতীয় গেমে সেরেনাকে ভালোই জবাব দেন শারাপোভা। পয়েন্ট ৫-৫ এ গেম সমান হলে ট্রাইব্রেকে ম্যাচ গড়ায়। শেষ পর্যন্ত ৭-৫ গেমে ১৯তম শিরোপার স্বাদ পান সেরেনা।

অবশ্য শেষ সার্ফে শিরোপা নিশ্চিত হওয়ার পর কয়েক সেকেন্ড নির্বাক হয়ে কোর্টে দাঁড়িয়ে ছিলেন সেরেনা। আনুষ্ঠানিক ঘোষণার পর পরই লাফিয়ে শিরোপা উল্লাসে মেতে উঠেন ৩৩ বছর বয়সি সেরেনা। সেরেনার উল্লাসে ভাগ বসাতে না পারলেও মুখে হাসি নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সফর শেষ করেন রাশিয়ান গ্ল্যামার গার্ল শারাপোভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ