• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

শিশুদের পিটুনিতে শিশুর মৃত্যু, আটক ৫

childঢাকা: রাজধানীর দারুস সালামের হরিরামপুরে খেলার সময় শিশুদের পিটুনিতে আল আমিন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করলে পুলিশ পাঁচ শিশুকে আটক করে। আটককৃত শিশুদের টঙ্গি শিশু কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল শনিবার সন্ধ্যায় হরিরামপুরের বেরিবাঁধ এলাকার চিতাখোলায় এ ঘটনা ঘটে। স্থানীয় ৬/৭ জন শিশু ‘ছোঁয়াছুঁয়ি’ খেলছিল। ওই দিনই আল আমিন মাথা ন্যাড়া করে। এ নিয়ে খেলার সময় অন্য শিশুরা তাকে নিয়ে হাসাহাসি করছিল। এক পর্যায়ে আল আমিনের মাথায় এক শিশু বালু ঢেলে দেয়। এ নিয়ে আল আমিন ওই শিশুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় অন্য শিশুরা একজোট হয়ে আল আমিনকে কিল ঘুষি দেয়। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে আল আমিনের মা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, রোববার সকালে আল আমিনের বাবা কামাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এই মামলায় পুলিশ চিতাখোলা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ শিশু রনি, সিয়াম, ছোট আবু ওরফে সোহেল, আমজাদ হোসেন ও মো. লাল চাঁন ওরফে বাদশাকে আটক করে।

আটকদের সবার বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। এ কারণে শিশুদের গ্রেপ্তার না দেখিয়ে তাদের আটক করার নির্দেশ দেয়া হয়। পরে তাদেরকে দুপুরে নিরাপদ হেফাজতে আদালতে পাঠানো হয়। আদালত ওই ৫ শিশুকে টঙ্গি শিশু কিশোর সংশোধনীগারে পাঠিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ