• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন |

রাজারহাটে সাংবাদিক রফিকুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে মিলনমেলা

Rajarhat Kurigram News Pic-30-03-15-2রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :  কুড়িগ্রামের রাজারহাটে দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো. রফিকুল ইসলামকে প্রেসক্লাব রাজারহাট-এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশিল সমাজের ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলন মেলা ঘটেছিল। সোমবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব সভাপতি ও পাঠক জমিনের রাজারহাট শাখার আহ্বায়ক সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোতালেব সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক আলহাজ্ব আবু নুর মো. আক্তারুজ্জামান, উপজেলা বিএনপি’র সা. সম্পাদক মো. আনিছুর রহমান, জাপা নেতা ও বিশিষ্ট চলচ্চিত্রকার মো. জাকির হোসেন চৌধুরী। প্রেসক্লাব সা. সম্পাদক আনিছুর রহমান লিটনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী জি কে এম আনোয়ারুল আলম, এম.আই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সাইদুর রহমান সরকার, ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুহাম্মদ হক্কানী, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, কুড়িগ্রামের বিশিষ্ট সাংবাদিক এ্যাড. আহসান হাবীব নীলু, হুমায়ুন কবীর সূর্য্য, প্রেসক্লাব রাজারহাট’র সিনিয়র সাংবাদিক ও প্রধান শিক্ষক লুৎফর রহমান আঁশু, এস,এ বাবলু, প্রধান শিক্ষক মো. নুর ইসলাম, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম, লালমনিরহাট রেনিন ম্যাটসের প্রশাসনিক কর্মকর্তা ও পাঠক জমিন রাজারহাট শাখার সা. সম্পাদক মো. খোরশেদুল ইসলাম লাভলু, নিসচা’র সভাপতি প্রভাষক জাকির হোসেন, সা. সম্পাদক বেনজির আহমেদ প্রমূখ। সংবর্ধনা সভায় সাংবাদিক রফিকুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, নিরাপদ সড়ক চাই, কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর দৈনিক মানবজমিনের ১৪ পৃষ্ঠায় ‘যুদ্ধে যখন রামচন্দ্র’ শিরোনামের প্রকাশিত রিপোটিংয়ে উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উলিপুর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মানবজমিন রাজারহাট প্রতিনিধি মো. রফিকুল ইসলামের হাতে সম্মাননা পদকটি তুলে দেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ মুনসুর আলম খান ।

সুপারির গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
কুড়িগ্রামের রাজারহাটে নিজ বাগানের সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পা ফসকে পড়ে কানছিয়া দেব (৪০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছিনাই ইউপি’র দেবালয় গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত অবনী ভূষন দেবের পুত্র কানছিয়া দেব গতকাল সোমবার সকাল ১১টার দিকে নিজের বাগানের সুপারি পাড়তে গাছে উঠলে হঠাৎ গাছ থেকে পা ফসকে মাটিতে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ