• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন |

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১

রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরের রানওয়েতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক বৈমানিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন এক প্রশিক্ষক।

রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরের রানওয়েতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক বৈমানিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন এক প্রশিক্ষক।

সিসি ডেস্ক: ধবার বেলা ২টার দিকে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পড়ে বলে মতিহার থানার ওসি সাইদুর রহমান জানান।

তিনি জানান, নিহত প্রশিক্ষণার্থী বৈমানিকের নাম তামান্না রহমান (২২)। তার বাড়ি টাঙ্গাইলে।

অ্যাকাডেমির প্রশিক্ষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাঈদ কামালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর এলাকায় দায়িত্বরত পুলিশের এসআই এনামুল হক জানান, প্রশিক্ষক সাঈদ কামাল ও প্রশিক্ষণার্থী তামান্না ফ্লাইং অ্যাকাডেমির ওই বিমান নিয়ে উড্ডয়নের সময় আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে বিমানটি রানওয়ের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়।

বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমি অ্যান্ড জেনারেল অ্যাভিয়েশন লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রানওয়ে থেকে টেক-অফ করার সময় বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। ইমার্জেন্সি ল্যান্ডিয়ের চেষ্টা ব্যর্থ হলে দুই বৈমানিক ইমার্জেন্সি এস্কেপের চেষ্টা করেন।”

এ সময় বিমানটি বিস্ফোরিত হয় এবং প্রশিক্ষণার্থী তরুণী বিমানের ভেতরেই জীবন্ত দগ্ধ হন বলে জানান তিনি।

এসআই এনামুল জানান, বিস্ফোরণের পর বিমানটি খণ্ড বিখণ্ড হয়ে রানওয়েতে আছড়ে পড়ে। এ সময় প্রশিক্ষক সাঈদ কামালও দগ্ধ অবস্থায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করার পর পুলিশ তাকে হাসপাতালে পাঠায়।”

খবর পেয়ে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান এই পুলিশ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ