• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন |

৫৩ কোটি টাকা রিচার্জ হচ্ছে মোবাইল ফোনে প্রতিদিন

124299_1অর্থ নিউজ: মোবাইল ফোনে কথা বলতে, ডাটা ও মূল্যসংযোজিত নানা সেবা ব্যবহার করতে দেশে প্রতিদিন গড়ে ৫৩ কোটি টাকা রিচার্জ করছেন ব্যবহারকারীরা। মূলত প্রিপেইড গ্রাহকরাই এ অর্থ রিচার্জ করছেন। রাজধানীতে আয়োজিত ‘মোবিলিটি সলিউশন্স দ্যাট ট্রান্সফর্মস লাইভস’ শীর্ষক এক কর্মশালায় বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

মোবিলিটি সলিউশন্স, মোবাইল ফিন্যান্সিয়াল সলিউশন্স ও মেসেজিং সলিউশন্সের বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজন করা হয় এ কর্মশালা। টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশ (টিআরএনবি) ও মাহিন্দ্রা কমভিভা যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

এতে স্বাগত বক্তব্য রাখেন— টিআরএনবির সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুল ইসলাম। কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন মাহিন্দ্রা কমভিভার গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট (মোবাইল ফিন্যান্সিয়াল সলিউশন্স) প্রধান কমলজিৎ রাস্তোগি, সিনিয়র ম্যানেজার (গ্লোবাল মার্কেট ইউনিটস) জোয়ে ইমানুয়েল ও বাংলাদেশে মাহিন্দ্রা কমভিভার কান্ট্রি ম্যানেজার প্রকৌশলী রিয়াদ হাসনাইন।

কমলজিৎ রাস্তোগি জানান, বিশ্বের ৫৫টি দেশে ১২০টির অধিক সেবাদাতা প্রতিষ্ঠান তাদের ৭৫ কোটি গ্রাহককে কমভিভার মোবাইল ফিন্যান্সিয়াল সলিউশন্সের মাধ্যমে অর্থ লেনদেন-সংক্রান্ত সেবা দিচ্ছে। অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে সেলফোনের মাধ্যমে ৭০ কোটির বেশি লেনদেন সম্পন্ন হয়, যেখানে ১ হাজার ৩৫০ কোটি ডলারের অধিক অর্থ লেনদেন হয়ে থাকে।

জোয়ে ইমানুয়েল জানান, বিশ্বব্যাপী পাঁচ হাজারেরও বেশি মূল্যসংযোজিত সেবা (ভিএএস) নোডস পরিচালনা করে। বিশ্বব্যাপী ২৭ কোটি ৫০ লাখ গ্রাহককে এর মাধ্যমে সেবা দেয়া হচ্ছে।

কর্মশালায় অংশ নেয়া টিআরএনবির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন মাহিন্দ্রা কমভিভার করপোরেট মার্কেটিং ম্যানেজার রুচিকা ট্যান্ডন, ডেপুটি ম্যানেজার (বিজনেস কনসাল্টিং) আনন্দ প্রকাশ, সিনিয়র সেলস ম্যানেজার জামিল উদ্দিন ভূইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ