• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন |

নিহত ১০২ পুলিশের পরিবারকে সম্মাননা

Policঢাকা: কর্তব্যরত অবস্থায় ২০১৪ সালে নিহত ১০২ পুলিশ সদস্যদের সম্মাননা জানালো বাংলাদেশ পুলিশ। নিহতদের গৌরবোজ্জ্বল অবদানের জন্য তাদের পরিবারকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন তাদের পরিবারের সদস্যরা।

রোববার সন্ধ্যার পর সম্মাননা স্মারক প্রদান করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন দুর্ঘটনায় বাংলাদেশ পুলিশের ওই সদস্যরা কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

স্মারক প্রদান অনুষ্ঠানে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘শহীদ পুলিশদের কারণে দেশের মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা থেকে পথ খুঁজে পেয়েছে। বাংলাদেশে এখন যে শান্তির সুবাতাস বইছে এর দাবিদার একমাত্র পুলিশ।’

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, ‘মাঠ পর্যায়ে সব পুলিশ সদস্যকে নির্দেশ দেয়া আছে, কারো পরিবার অভিযোগ নিয়ে আসলে তাকে সাহায্য সহযোগিতা করার জন্য।’

কোন শহীদ পুলিশের সন্তান চাকরি পাবার উপযোগী হলে পুলিশ সদর দপ্তরে যোগাযোগের অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রলানলয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান। অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের জন্য নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ