• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন |

ইতালির সুপার বাইক বেনেল্লি এখন ভারতে

benneliপ্রযুক্তি ডেস্ক: ইতালিতে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে বেনেল্লি মোটর সাইকেল। দুই চাকার এই সুপার বাইক এখন থেকে ভারতেও পাওয়া যাবে। এই অক্টোবরে ভারতের বাজারে এটি অবমু্ক্ত হতে যাচ্ছে। ভারতের টুহুইলার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএসকের সঙ্গে জোট বেধে ভারতে কার্যক্রম শুরু করেছে বেনেল্লি।

৩০০ সিসি থেকে ২০০০ সিসির মোটর সাইকেল ‍উৎপাদন করে বেনেল্লি। বেনেল্লি সুপার বাইকের দাম খানিকটা চড়া। ২ লাখ ৮৩ হাজার রুপি থেকে ১১ লাখ ৮১ হাজার রুপিতে পাওয়া যাবে এগুলো।

ডিএসকে ভারতের বাজারে বেনেল্লির পাঁচটি মডেলের মোটর সাইকেল বাজারজাত করবে। এসব মডেলের মধ্যে আছে টিএনটি ৩০০, টিএনটি ৬০০জিটি, টিএনটি ৬০০আই, টিএনটি ৩০আর।

এদের মধ্যে সবচেয়ে কম দামে পাওয়া যাবে টিএনটি ৩০০। এটির দাম ২ লাখ ৮৩ হাজার রুপি। অন্যদিকে সবচেয়ে বেশি দামের মডেলটি হলো টিএনটি ৩০আর। এটির দাম ১১ লাখ ৮১ হাজার রুপি।

ডিএসকে ভারতের বাজারে বেনেল্লি বাজারজাত করার জন্য ২০টি ডিলারশপ খোলার পরিকল্পনা নিয়েছে। মুম্বাই, পুনে, দিল্লী, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরে, চেন্নাইতে এবং কলকতায় প্রাথমিকভাবে ডিলারশপ চালু করার পরিকল্পনা নিয়েছে ডিএসকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ