• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন |

ফুলবাড়ীর ইউএনও’র অপসারন দাবীতে ছিটমহলবাসীর বিক্ষোভ

sitmoholকুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছিটমহল বিনিময় চুক্তি বিরোধী মাদক পাচারকারী চোরাচালানী চক্রের সাথে আতাত করে ১৯৭৪ সালের ঐতিহাসিক মুজিব-ইন্দ্রিরা চুক্তি বাস্তবায়নে অন্তরায় সৃষ্টির পায়তারা করায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অপসারণ দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করেছে দাসিয়ার ছড়া ছিটমহলের হাজার হাজার মানুষ। গত কাল রোববার দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে ফুলবাড়ী প্রেসক্লাব চত্ত্বরে সমাবেশ করে। সামাবেশে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাসিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন, বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সভাপতি মইনুল হক বক্তব্য রাখেন। পরে দুপুর ১টায় ফুলবাড়ী প্রেসক্লাবের হল রুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে প্রেরিত উপজেলা নির্বাহী অফিসারের অপসারনের দাবী সংবলিত স্মারক লিপি পাঠ করেন। লিখিত বক্তব্যে সমন্বয় কমিটির নেতৃবৃন্দ জানান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসির উদ্দিন মাহমুদ ছিটমহল বিনিময় সম্বয় কমিটিকে পাশ কাটিয়ে চুক্তি বিরোধী চক্রের সাথে গোপনে আতাত করে সংম্মিলিত দাসিয়ারছড়া ছিটমহলবাসী নামে একটি কমিটি গঠন করেন ছিটমহলের উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছিটমহলবাসী। ছিটমহলের কয়েক হাজার মানুষ উপজেলা নির্বাহী অফিসারের ওই পরিকল্পনা প্রস্তাব বাতিলের দাবী জানিয়ে অবিলম্বে তার অপসারণ দাবী জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসির উদ্দিন মাহমুদ বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব পাঠানো হয়েছে। ছিটমহলের কারও সাথে আমার কোন আতাত নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ