• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন |

১৯ বছর বয়সে গেব্রসেলাসির বিশ্বরেকর্ড

গেব্রসেলাসিখেলাধুলা ডেস্ক : শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে বিশ্ব অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০১৫। উদ্বোধনী দিনেই ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়েছেন ইরিত্রিয়ার দৌড়বিদ গিরমে গেব্রসেলাসি। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সবচেয়ে কম মাত্র ১৯ বছর বয়সে ম্যারাথনে স্বর্ণ জিতে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

কম বয়সে স্বর্ণ জিতে শুধু বিশ্বরেকর্ডই নয়, গেব্রসেলাসি নিজ দেশ ইরিত্রিয়াকেও দিয়েছেন অনন্য এক অর্জনের স্বাদ। তিনিই প্রথম অ্যাথলেট, যিনি পূর্ব আফ্রিকার এই দেশটির হয়ে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন।

শনিবার দৌড় শেষ করতে ২ ঘণ্টা ১২ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়েছেন গেব্রসেলাসি। ২ ঘণ্টা ১৩ মিনিট ৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জিতেছেন ইথিওপিয়ার ইয়েমানে সেগাই। আর ব্রোঞ্জ পদক জিতেছেন উগান্ডার সলোমন মুতাই।

বিশ্বরেকর্ড গড়ে ভীষণ খুশি গিরমে গেব্রসেলাসি। তিনি বলেন, ‘আমি আমার অনুভূতি ব্যাখ্যা করতে পারছি না। আমি খুবই খুশি। এই জয় নিয়ে আমি যারপরনাই গর্বিত। ইরিত্রিয়ার ইতিহাসে আমার পদকটিই প্রথম স্বর্ণপদক। আমাদের ইতিহাসের জন্য বিশেষ বিষয় এটি।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ