• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:০২ অপরাহ্ন |

অনলাইনে সন্তানকে বিক্রি করলেন মা

articleসিসি ডেস্ক: বিশ্বায়নের যুগে বাড়ি বসে অনলাইনেই সব ধরনের জিনিস বেচে বা কিনে ফেলা যায়৷ পুরনো টুথব্রাশ থেকে অচল রেডিও, এককথায়, ‘ইঁয়াহা সবকুছ বিকতা হ্যায়’৷ এবার সেই অনলাইনকে বাজার বানিয়ে বিক্রেতাজ ভূমিকায় এক মা৷ কী বেচবেন তিনি? তাঁর ১৯ মাসের সন্তানকে৷ অবাক লাগছে? কিন্তু কথাটিই এক শতাংশও মিথ্যে নয়৷ কারণ সন্তানকে বিক্রি করার কথা মেনে নিয়েছেন মা নিজেও৷
গামট্রি নামের সাইটে ভারতীয় অর্থে আনুমানিক ২৫ হাজার টাকায় নিজের ছেলেকে বেচে দিতে চেয়েছিলেন ২০ বছরের ওই দক্ষিণ আফ্রিকান যুবতী৷ ঘটনায় গত মাসে একটি রেস্তোরাঁ থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে৷ শিশু আইন বিরোধী কাজ করায় সোমবার তাঁকে দোষী সাব্যস্ত করে পিটারমারিত্জবার্গের আদালত৷ যুবতী জানান, তিনি যখন নিশ্চিত হন যে তাঁর প্রেমিক ওই সন্তানের বাবা নন, তখনই ছেলেকে বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি৷ একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, নিজের অপরাধ স্বীকার করে যুবতী বলেন, ‘সেপ্টেম্বরে আমি সাইটে ছেলেকে বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলাম৷ দু’দিন পর এক ভারতীয় মহিলা ফোন করে বলেছিলেন তিনি শিশুটিকে কিনতে আগ্রহী৷ সে আমায় টাকা দিয়ে দেয়৷ টাকা গুণে সেখান থেকে বেরোনোর সময়ই দুই মহিলা পুলিশ আমায় গ্রেফতার করে৷’
আপাতত তিনি জামিনে মুক্ত৷ আগামী বছর ফ্রেব্রুয়ারিতে ফের আদালতে পেশ করা হবে তাঁকে৷ শিশুটি নিরাপদে রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ