• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন |

তামিলনাড়ুতে ৭৩টি তিমির মৃত্যু

Whale-died-thereport24.comআন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যে সৈকতে উঠে আসা তিমিদের মৃত্যু অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৭৩টি তিমি মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি’র।

তামিলনাড়ু কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার ৩৬টি তিমি উদ্ধার করে তুতিকরিন এলাকার সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। তবে এদের মধ্যে ২৮টি তিমি আবারও সৈকতে ফিরে আসে ও গত বুধবার মৃত্যুবরণ করে।

এর আগে গত সোমবার সৈকতে উঠে আসা ৮১টি তিমির মধ্যে ৪৫টি মৃত্যুবরণ করে।

সর্বশেষ ১৯৭৩ সালে তুতিকরিনে এ ধরনের ঘটনা ঘটেছিল। সেবার ১৪৭টি তিমি মারা যায়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, তিমিদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ার কারণে এ ঘটনা ঘটছে। তবে কী কারণে বা কোন ধরনের ভীতি ছড়িয়ে পড়েছে— এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেন নি তারা।

স্তন্যপায়ী জলজ প্রাণী তিমি সাধারণত গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করে থাকে। সাধারণত তাদের মধ্যে কোনো ধরনের ভীতি ছড়িয়ে পড়লে এ ধরনের ঘটনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ