• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন |

সরকারি চাকরি পাচ্ছেন সহস্রাধিক কওমি আলেম

সিসি নিউজ, ৪ মার্চ: একযোগে এক হাজার ১০ জন কওমি আলেম সরকারি চাকরিতে যোগদান করবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। কওমি সনদের সরকারি স্বীকৃতির পর সোমবার ওই আলেমরা সরকারি চাকরিতে যোগ দেবেন।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, সোমবার সকাল ১০টার দিকে কওমি আলেমদের যোগদান অনুষ্ঠান হবে। বাংলাদেশের ইতিহাসে এক সাথে এত কওমি আলেমের সরকারি চাকরিতে যোগদানের ঘটনা এটাই প্রথম বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় কওমি নেসাবের শিক্ষক হিসেবে তারা যোগ দেবেন।

চাকরিতে যোগ দেয়ার পর তিন দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন কওমি আলেমরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে বেলা আড়াইটায় ওই কর্মশালার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

২০১৭ সালের ১১ এপ্রিল কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দু’দিন পর কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে আদেশ জারি করে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ