• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন |

টপ অর্ডারকে ভিত গড়ার তাগিদ বিশ্লেষকদের

খেলাধুলা ডেস্ক, ২৮ সেপ্টেম্বর: এশিয়া কাপে চোট-আঘাতের সমস্যাকে হেলায় হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তান বাধা টপকে উজ্জীবিত টাইগাররা, ফাইনালে রোহিত শর্মার দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন মুশফিক। ফাইনালে পরিস্কার ফেভারিট ভারত। আসরের সবচেয়ে ধারাবাহিক দলকে হারাতে স্মার্ট ক্রিকেটের তাগিদ বিশ্লেষকদের।
এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচ ম্যাড়ম্যাড়ে। দুই ফরম্যাট মিলিয়ে ১৩ সাক্ষাতে একবার জিতেছে বাংলাদেশ। এবার, সুপার ফোরে টাইগারদের অসহায় আত্মসমর্পণ চোখে লেগে আছে। চোট-আঘাতের প্রতিকূলতা টপকে ফাইনালে বাংলাদেশ, সামনে আবারও ভারত। আবারো কি স্বপ্ন ভাঙবে?
ওপেনিংয়ে তামিমের শূন্যতা পূরণ হচ্ছে না কোনমতেই, সাকিবও ছিটকে গেছেন। লিটন-শান্ত-সৌম্যদের কেউই ভরসা দিতে পারছেন না। প্রতি ম্যাচেই দায়িত্ব নিতে হচ্ছে মিডল অর্ডারকে। ভারতকে চ্যালেঞ্জ জানাতে ভালো শুরু দরকার, খেলতে হবে স্মার্ট ক্রিকেট।
ভারতের সাবেক পেসার জহির খান বলেন,”ভালো শুরু দরকার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওদের উদ্বোধনী জুটিতে রান আসছে না। শুরুতে দ্রুত উইকেট পড়ে যাচ্ছে। প্রতি ম্যাচেই মিডল অর্ডারের চাপ কাটিয়ে উঠতে হচ্ছে। টপ অর্ডারকে একটা প্ল্যাটফর্ম সেট করে দিতে হবে। শুরুতে যারা খেলছে, ওদের নির্ভার ক্রিকেট খেলতে হবে। উদ্বোধনী জুটিতে ৫০-৬০ রান যোগ করতে পারলে, তাহলে মিডল অর্ডার চাপমুক্ত হয়ে খেলতে পারবে।”
বাংলাদেশের সাবেক স্পিন পরামর্শক সাকলাইন মুস্তাক বলেন,”বাংলাদেশ যোগ্য দল হিসেবে ফাইনালে খেলছে। কোয়ালিটি-স্কিল বিবেচনা করলে, ওরা এটা ডিসার্ভ করে। ভারত আসরের সবচেয়ে ধারাবাহিক দল। ওরা সবচেয়ে শক্ত প্রতিপক্ষ। আশা করি ভালো একটা ফাইনাল হবে।”
ধারে-ভারে-ঐতিহ্য-পরিসংখ্যানে ভারত পরিস্কার ফেভারিট। রোহিত শর্মা-শিখর ধাওয়ানদের বাজে দিনের অপেক্ষা, নিজেদের শতভাগ নিংড়ে দিলেই হয়ত কাঙ্খিত ট্রফির দেখা মিলতে পারে মাশরাফীদের।

ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ