• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন |

ভারতের রাবন বধ দেখার সময় ট্রেনে কাটা পড়ে নিহত ৫০

সিসি ডেস্ক, ১৯ অক্টোবর।। ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এদিন সন্ধ্যায় রাবণ বধ অনুষ্ঠান দেখতে ভিড় জমান অনেক মানুষ। এসময় ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষের ওপর দিয়ে চলে যায় ট্রেন।

ট্রেনটি জালান্দর থেকে অমৃতসরে আসছিল। অমৃতসরের জোড়া ফটকের কাছেই রাবণের কুশপুত্তলিকায় আগুন দেয়া হচ্ছিল। এসময় আতশবাজির শব্দে ভিড়ে দাঁড়িয়ে থাকা লোকেরা ট্রেনের হুইসেল শুনতে পাননি।

অমৃতসরের পুলিশ কমিশনার এসএস শ্রীভাসতাভা বলেন, ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, এ দুর্ঘটনায় শিশুও নিহত হয়েছে। দুর্ঘটনাস্থলে প্রায় ৭০০ মানুষ উপস্থিত ছিলেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, আমি শোনামাত্রই ঘটনাস্থলে যাচ্ছি। সরকারি, বেসরকারি সব হাসপাতাল খোলা রাখার নির্দেশ দিয়েছি। নিহতদের পরিবারের সদস্যদের পাঁচ লাখ রুপি করে দেয়া হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ